মূল্য সংযোজন করের সংজ্ঞা | পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস | অ্যাকাউন্টিং থিউরি

মূল্য সংযোজন করের সংজ্ঞা | পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস, বাংলাদেশের কর ব্যবস্থায় ভ্যাট বা মূল্য সংযোজন কর একটা নতুন সংযোজন। এটি রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি আধুনিক ও সুষম সংস্করণ। ১৯৯১ সালের জুলাই থেকে ভ্যাট চালু করা হয়েছে। যে বিষয়টি সরকারকে এ নতুন কর চালু করতে বিশেষভাবে প্রভাবিত করা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি । 

মূল্য সংযোজন করের সংজ্ঞা | পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস | অ্যাকাউন্টিং থিউরি

 

মূল্য সংযোজন করের সংজ্ঞা | পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস | অ্যাকাউন্টিং থিউরি

 

বাংলাদেশে ভ্যাট নতুন হলেও পৃথিবীর প্রায় ৪০টি উন্নয়নশীল দেশ সহ মোট ৮৮টি দেশে ভ্যাট চালু আছে। ভ্যাট কোনো কোনো দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি হলেও বহুদেশে ভ্যাট রাজস্ব সংগ্রহে ইতিবাচক ভূমিকা রেখেছে। Article 2 of the EEC Derectives-এ মূল্য সংযোজন করের ব্যাখ্যা এভাবে দেয়া হয়েছে যে, “Value added tax is calculated on the price of the goods and servies at the rate applicable to such goods or seruies and shall be chargeable after deduction of the amount of value added borne directly by various cost components.

 

মূল্য সংযোজন করের সংজ্ঞা | পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস | অ্যাকাউন্টিং থিউরি

বাংলাদেশের নতুন এ কর কাঠামোর আওতায় নিবন্ধিত সকল করদাতাকে শতকরা ১৫ ভাগ হারে মূল্য সংযোজন কর প্রদান করতে হয়।  মূল্য সংযোজন কর বলতে উৎপাদক তার কাঁচামাল অথবা ক্রয়কৃত মাল দ্বারা তৈরি নতুন পণ্য বিক্রির আগে যে মূল্য যুক্ত করে তাকে বুঝায় । সংশ্লিষ্ট উৎপাদক বা করদাতা তা মোট বিক্রয়ের উপর শতকরা নির্দিষ্ট হারে মূল্য সংযোজন কর নির্ধারণ করবে এবং তা থেকে উৎপাদক কর্তৃক ক্রয়কৃত কাঁচামালের উপর প্রদত্ত কর বাদ দিয়ে নীট অংশটুকু মূল্য সংযোজন কর হিসেবে কর কর্তৃপক্ষের কাছে প্রদান করবে।

 

অ্যাকাউন্টিং থিউরি এন্ড প্র্যাকটিস সূচিপত্র
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সুতরাং মূল্য সংযোজন কর হচ্ছে মোট উৎপাদিত পণ্য মূল্যের উপর নির্দিষ্ট হারে ধার্যকৃত কর থেকে মোট উপকরণের মূল্যের উপর নির্দিষ্ট হারে ধার্যকৃত করের পার্থক্য বা বিয়োগফল । অর্থাৎ- মূল্য সংযোজন কর = (কর হার x মোট উৎপাদন মূল্য) – (কর হার x মোট উপকরণ মূল্য)

আরও পড়ুনঃ

Leave a Comment