ড্যাটের সুবিধা / গুণ ও অসুবিধা / দোষ | পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস | অ্যাকাউন্টিং থিউরি

ড্যাটের সুবিধা/গুণ ও অসুবিধা/দোষ | পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস, বহিঃশত্রুর হাত হতে দেশ রক্ষা, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের কল্যাণের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এই অর্থ যে সমস্ত উৎস হতে সংগ্রহ করা হয় তাদের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো আয়কর।

ড্যাটের সুবিধা / গুণ ও অসুবিধা / দোষ | পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস | অ্যাকাউন্টিং থিউরি

 

ড্যাটের সুবিধা / গুণ ও অসুবিধা / দোষ | পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস | অ্যাকাউন্টিং থিউরি

 

(ক) মূল্য সংযোজন করের সুবিধা (Advantages of VAT) :

কাঁচামাল আহরণ হতে শুরু করে পণ্যদ্রব্য উৎপাদন ও বিতরণের প্রতিটি পর্যায়ে মূল্য সংযোজনের উপর প্রদত্ত করই মূল্য সংযোজন কর বা ভ্যাট। এটি রাজস্ব আদায়ের একটি উল্লেখযোগ্য উৎস। নিম্নে এর সুবিধাগুলো বর্ণিত হলো :

(১) সহজবোধ্যতা (Simplicity) :

কর পরিশোধকারী, কর নির্ধারণকারী ও ভোক্তাসহ সকলের নিকট এটি অত্যন্ত ভিত্তিতে পরিচালিত হয়।

(২) সরকারের রাজস্ব বৃদ্ধি (Comprehensiveness) :

ভ্যা’ট করের ভিত্তি প্রসারিত করেছে। সাময়িকভাবে কিছু কিছু পণ্য ব্যতীত পণ্য বা সেবার উপর এটি আরোপ করার ফলে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে।

(৩) দেশীয় শিল্প রক্ষা (Proection of industry) :

আমদানীর উপর ভ্যা’ট ধার্য করে এবং রপ্তানির উপর শূন্য হারে ভ্যা’ট ধার্য করে দেশীয় শিল্প রক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয় ।

 

অ্যাকাউন্টিং থিউরি এন্ড প্র্যাকটিস সূচিপত্র
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

(৪) কর ফাঁকি রোধ (Curbing Evasion) :

ভ্যা’ট বিভিন্ন পর্যায়ে আরোপ করা হয় বলে এর ভার অপেক্ষাকৃত কম হয়। তাছাড়া, বিক্রেতা নিজের জন্যই ভ্যা’ট সংগ্রহ করে। কারণ, সংগৃহীত কর প্রদত্ত উপকরণের করের সাথে সমন্বয় করে করের আঘাত হতে মুক্তি পায়। সহজবোধ্য। কারণ, ইহা বিক্রয়মূল্যের উপর একটি নির্দিষ্ট হারে পরিশোধ করতে হয়। তাছাড়া এটি স্বয়ং নির্ধারণীর 

(৫) মিতব্যয়ীতা (Economy) :

ভ্যা’ট নির্ণয় ও আদায় সহজ বলে এটির পরিচালনা ব্যয় অত্যন্ত কম। 

(৬) নিরপেক্ষতা (Neutrality) :

একটি নির্দিষ্ট হারে আরোপ করা হয় বলে বিভিন্ন ধরনের করদাতাদের মধ্যে কোনো প্রভেদ সৃষ্টি করে না।

(৭) ন্যূনতম কর ডার (Minimum tax burden) :

ভ্যা’ট বিভিন্ন পর্যায়ে আরোপ করা হয় বলে এর ভার অপেক্ষাকৃত কম হয়।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, সরকারের রাজস্ব আদায়ের জন্য ভ্যা’ট একটি গুরুত্বপূর্ণ উৎস। 

(খ) মূল্য সংযোজন করের অসুবিধা (Disadvantages of VAT) :

ভ্যা’টের সফল প্রয়োগের জন্য প্রয়োজনীয় উপাদান কতটুকু উপস্থিত যে প্রেক্ষাপটে ভ্যা’টের যে সকল অসুবিধা দেখা দেয় এগুলোর অন্যতম হলো :

(১) দ্রব্যমূল্য বৃদ্ধি (Increase in Price of Goods) :

ভ্যা’টের দোহাই দিয়ে প্রায় সকল পণ্যের মূল্য বৃদ্ধি পায়। বস্তুত এমন কতিপয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় যেগুলোর উপর ভ্যা’ট ধার্য করা হয়নি।

(২) সেবার মূল্যবৃদ্ধি (Increase in Service Goods) :

বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন বিজ্ঞাপনী সংস্থা, ট্রাভেলিং এজেন্ট, হোটেল, বার, রেস্তোরাঁ ইত্যাদি প্রতিষ্ঠান মূল্য সংযোজন করের ধূয়া তুলে তাদের সেবার মূল্য করের তুলনায় অযৌক্তিকভাবে বৃদ্ধি করেছে।

 

ড্যাটের সুবিধা / গুণ ও অসুবিধা / দোষ | পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস | অ্যাকাউন্টিং থিউরি

 

(৩) ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধি (Increase in the Cost of Production of Small and Cottage Industries) :

ক্ষুদ্র ও কুটির শিল্প অনেক ক্ষেত্রেই পূর্বে আবগারী শুল্কের আওতায় ছিল না। তাদেরকে ভ্যাটের আওতায় আনায় সেগুলোর উৎপাদিত দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং ঐ সকল প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য আমদানীকৃত পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাচ্ছে ও সংশ্লিষ্ট শিল্প ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। 

(৪) ভোক্তাদের উৎকণ্ঠা (Anxiety of Consumers) :

ভ্যাট পরোক্ষ করের আওতা সম্প্রসারিত করে, যার করপাত ও ফল ভোক্তাদের উপরেই পড়ে। বস্তুত ভ্যাটের ফলে দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত চূড়ান্ত ফলাফল ভোক্তাদের উপরই পড়ে। এ আশঙ্কা ভোক্তাদের উৎকণ্ঠা বৃদ্ধি পায়।

(৫) বই ও হিসাবরক্ষণ সমস্যা (Problems of Keeping books and Accounts) :

ভ্যাটের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে ক্রয় বই, বিক্রয় বই, মূল্য বিক্রয় বই থেকে করারোপণযোগ্য বিক্রয় বই, মূল ক্রয় বই থেকে তৈরিকৃত কর রেয়াত বই, কর অব্যাহতি প্রাপ্ত উপকরণ ক্রয় বই, বিক্রয় ফেরত বই ইত্যাদি অনেক বই পত্র সংগ্রহ করতে হয় এবং মাসিক হিসাবপত্র দাখিল করতে হয়। কর আদায়ের জন্য ও ফাঁকি রোধে এ সকল বইপত্র সংরক্ষণ যথার্থ ও প্রয়োজনীয় হলেও ছোট ছোট ব্যবসায়ীদের জন্য এটি বিশেষ ব্যয়সাধ্য ও ঝামেলাপূর্ণ।

পরিশেষে বলা যায়, ভ্যাটের সফলতা নির্ভর করে শক্তিশালী কর কাঠামো, সঠিক উপাত্ত বা তথ্য সংরক্ষণ ও সংগ্রহ এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত জবাবদিহি প্রশাসনের উপর। বাংলাদেশের ক্ষেত্রে আদর্শ পরিবেশের এ সকল উপাদানের অনুপস্থিতির কারণে ভ্যাটের বিরূপ প্রতিক্রিয়া রয়েছে।

আরও পড়ুনঃ

Leave a Comment