ডেবিট ক্রেডিট নির্ণয় আজকের ক্লাসের আলোচনার বিষয়। ডেবিট ক্রেডিট নির্ণয় [ Determination of Debit Credit ] ক্লাসটি পলিটেকনিক [Polytechnic] এর একাউন্টিং থিউরি এন্ড প্র্যাকটিস ৬৫৮৫১ [ Accounting Theory & Practice, 65851 ] বিষয়ের, ৪র্থ অধ্যায়ের [Chapter 4] অংশ।
ডেবিট ক্রেডিট নির্ণয়
হিসাবের বাম পক্ষকে ডেবিট এবং হিসাবের ডান পক্ষকে ক্রেডিট বলে। দুতরফা দাখিলা পদ্ধতিতে কোনো লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য সর্ব প্রথমে উক্ত লেনদেনের সাথে সংশ্লিষ্ট দুটি হিসাব খাতকে চিহ্নিত করতে হয়। যার একটি হয় ডেবিট এবং অন্যটি ক্রেডিট। নিম্নে হিসাব খাতের কোনটি ডেবিট এবং কোনটি ক্রেডিট হবে তা আলোচনা করা হলো-
হিসাব সমীকরণঃ A = L + O.E / (C + R – E – D) টি বিশ্লেষণ করলে মোট ৬টি হিসাব খাত পাওয়া যায়।
যেখানে, A = সম্পদ (Assets); L = দায় (Liability); C = মূলধন (Capital); D = উত্তোলন (Drawing); R = রাজস্ব Revenue); E = খরচ (Expense)
ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে এ ছয় প্রকারের হিসাবের মধ্যে সম্পদ, খরচ ও উত্তোলন-এ তিনটির বৈশিষ্ট্য একই রকম।
অন্যদিকে দায়, রাজস্ব ও মূলধন-এ তিনটির বৈশিষ্ট্য একই রকম এবং তা সম্পদ, খরচ ও উত্তোলনের বিপরীত।
উদাহরণঃ নিম্নলিখিত লেনদেনগুলোর প্রতিটি লেনদেনের মধ্যস্থিত হিসাবখাত দুটি উল্লেখপূর্বক ডেবিট এবং ক্রেডিট নির্ণয় কর এবং প্রতিক্ষেত্রে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাওঃ
১. মো. হাসান কারবারে নগদ ১,০০,০০০ টাকা মূলধনস্বরূপ আনয়ন করলেন।
২. ব্যাংকে নগদ ৩০,০০০ টাকা দিয়ে একটি চলতি হিসাব খোলা হলো।
৩. নগদ মূল্যে আসবাবপত্র ক্রয় করা হলো ২০,০০০ টাকা।
৪. নগদ মূল্যে ৬,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো।
৫. আরিফের নিকট হতে বাকিতে পণ্য ক্রয় করা হলো ৩৫,০০০ টাকা।
৬. হালিমার নিকট ৭,৫০০ টাকা মূল্যের পণ্য বাকিতে বিক্রয় করা হলো।
৭. বেতন বাবদ নগদ প্রদত্ত হলো ১০,০০০ টাকা।
৮. মালিক কর্তৃক নগদ উত্তোলন ২,০০০ টাকা।
সমাধানঃ
ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে বিস্তারিত ঃ
Read More: