ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক | সারা সপ্তাহের খবর

ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক -এর খবর দিয়ে শুরু করছি ফিন্যান্স গুরুকুল এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

ঈদে প্রবাসী আয় এসেছে ১২৭ কোটি ডলার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ১২৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এপ্রিলের প্রথম ২১ দিনে এই অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এপ্রিলের প্রথম তিন সপ্তাহে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৫ কোটি ৭৩ লাখ ডলারের রেমিট্যান্স তথা প্রবাসী আয় এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১৭ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংক ৩ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলো ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এনেছে।

ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক

 

ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক | সারা সপ্তাহের খবর

 

টানা পাঁচ দিন পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ২৪ এপ্রিল খুলেছে সরকারি সব অফিস-আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। তবে এখনো সেই সব জায়গায় মানুষের ভিড় দেখা যায়নি। রাজধানী ঢাকার সড়কগুলোর মতো ব্যাংকগুলোও ২৪ এপ্রিল সকাল থেকে ফাঁকা ছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটি শেষে ২৪ এপ্রিলথেকে ব্যাংক লেনদেন রোজার আগের সময়সূচি অনুযায়ী চলবে। সে হিসাবে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এ ছাড়া অফিসের কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সোনা মজুতে বাংলাদেশ ৬৬তম

রিজার্ভ হিসেবে বর্তমানে বাংলাদেশ ব্যাংকে সোনার মজুত রয়েছে ১৪ টন। এ পরিমাণ সোনা মজুতের ফলে বিশ্বে ৬৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। চলতি মাসে প্রকাশিত বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা মজুতের এ তথ্য দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ৮১৩৩ দশমিক ৫০ টন সোনার মজুত রয়েছে। ইউরোপের দেশ জার্মানি রয়েছে দ্বিতীয় অবস্থানে। দেশটির মজুত প্রায় ৩ হাজার ৩৫৫ টন। জার্মানির পরে তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটির রয়েছে প্রায় ২ হাজার ৪৫২ টন সোনা। এর পরের তিনটি দেশ হলো যথাক্রমে রাশিয়া, চীন ও সুইজারল্যান্ড।

 

অ্যাকাউন্টিং থিউরি এন্ড প্র্যাকটিস সূচিপত্র
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পুতিনের ডিক্রি জারি রাশিয়ার নিয়ন্ত্রণে দুই বিদেশি কোম্পানির সম্পদ

দুটি বিদেশি জ্বালানি কোম্পানির সম্পদ সাময়িকভাবে সরকারের হাতে আনতে মঙ্গলবার ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দুটি কোম্পানি হলো, ইউনিপার এসই ও ফিনল্যান্ডের ফোরটুম ওওয়াইজেড। তাদের রাশিয়া শাখার সম্পদ এখন রুশ সরকারের নিয়ন্ত্রণে। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এর মধ্য দিয়ে রাশিয়া বুঝিয়ে দিল, প্রয়োজন হলে আরও বিদেশি কোম্পানির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্য দেশে রাশিয়ার সম্পদ জব্দ করা হলে রাশিয়া কী ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে, এই ডিক্রি জারি করে রাশিয়া সেটাই জানান দিল।

তিন মাসে এক মার্কিন ব্যাংকে আমানত কমেছে ১০ হাজার কোটি ডলার

 

ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক | সারা সপ্তাহের খবর

 

বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিক ব্যাংকের আমানত ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার কমে গেছে, এমন খবরে ২৪ এপ্রিল সোমবার ব্যাংকটির শেয়ারের দাম ২০ শতাংশের বেশি কমে গেছে। এরপর ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, আমানত প্রত্যাহারের পর ব্যাংকের স্থিতিপত্র পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। খবর রয়টার্সের।

ক্রেডিট সুইস থেকে প্রথম প্রান্তিকে আমানতকারীরা তুলেছেন ৬,৮৬০ কোটি ডলার

 সুইজারল্যান্ডের বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইসকে কিছুদিন আগেই দেশটির নিয়ন্ত্রক সংস্থার তত্ত্বাবধানে আরেক সুইস ব্যাংক ইউবিএস কিনে নিয়েছে। ব্যাংকটিকে বন্ধ হওয়া থেকে বাঁচাতেই এই উদ্যোগ নেওয়া হয়। এবার জানা গেল, বছরের প্রথম প্রান্তিকে ক্রেডিট সুইস থেকে ৬৮ দশমিক ৬ বিলিয়ন বা ৬ হাজার ৮৬০ কোটি ডলার তুলে নিয়েছেন গ্রাহকেরা। ব্যাংকটির প্রকাশিত আর্থিক বিবরণী সূত্রে এই সংবাদ দিয়েছে বিবিসি।

বিদ্যুৎ–জ্বালানি বাঁচাতে সব ব্যাংককে ‘হাইব্রিড’ পদ্ধতিতে সভার নির্দেশ

ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন ও বিদ্যুৎ-জ্বালানির ব্যবহার কমাতে খুব প্রয়োজন না হলে শারীরিক উপস্থিতির পরিবর্তে অনলাইনে সভা করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে শতভাগ শারীরিক উপস্থিতি ছাড়া ‘হাইব্রিড’ পদ্ধতিতে সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। ২৬ এপ্রিল বুধবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ

Leave a Comment