ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় | HSC Accounting 1st Paper

ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়” আজকের ক্লাসের আলোচ্য বিষয়। “ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়” ক্লাসটি এইচএসসি’র ফাইন্যান্স ১ম পত্র (HSC Finance 1st Paper) এর সিলেবাসের অংশ। এইচএসসি’র ফাইন্যান্স ১ম পত্র (HSC Finance 1st Paper) বা একাদশ-দ্বাদশ শ্রেণীর ফাইন্যান্স ১ম পত্র (Class 11-12 Finance 1st Paper)” এর “৮ম অধ্যায় (chapter 8)” এ পড়ানো হয়।

 

ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়

 

ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবচয় নির্ণয় :
এ পদ্ধতিতে প্রতি হিসাব কালের শেষে সম্পত্তির বহিমূল্যের উপর নির্দিষ্ট হারে অবচয় ধরতে হয়। সম্পত্তির আয়ুষ্কাল যত কমতে থাকে অবচয়ের পরিমাণ তত কমতে থাবে। এক্ষেত্রে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয়না। তবে অবচয়ের হার নির্ণয়ের সময় ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয়।
ক্রমহ্রাসমান জের
জের :
খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ পোস্টিং এবং পরবর্তী ধাপ ব্যালেন্সিং বা উদ্বৃত্ত নির্ণয়। সাধারণ অর্থে উদ্বৃত্ত বা ব্যালেন্স অবশিষ্ট অর্থে ব্যবহৃত হয়। যেমন—৫ কেজি চাল ক্রয় করা হলো এবং ৩ কেজি চাল ভোগ করা হলো, এই ক্ষেত্রে অবশিষ্ট রইল ২ কেজি। হিসাবের জের নির্ণয় অনেকটা এরূপ । হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে জের টানা বা ব্যালেন্সিং বলা হয় ৷
অ্যাকাউন্টিং থিউরি এন্ড প্র্যাকটিস সূচিপত্র
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অবচয় :

অবচয় বলতে ব্যবহারজনিত কারণে সম্পত্তির মূল্য অবনতিকে বলে। হিসাববিজ্ঞানের মিলকরণ নীতি অনুসারে অবচয় ধার্য করা হয়। অবচয় হল সম্পত্তি ব্যবহারের বার্ষিক চার্জ। এটি ধার্যের ফলে সম্পত্তি ও মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অবচয় ধার্য না করলে সম্পত্তি ও মালিকানা সত্ত্ব বেশি দেখানো হয়।

 

 

পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে অবচয় গণনা করা হয়ে থাকে। তার মধ্যে জনপ্রিয় পদ্ধতি গুলো হচ্ছে নির্দিষ্ট শতাংশ পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, উৎপাদন ঘণ্টা পদ্ধতি ইত্যাদি। উদাহরণ, এক ব্যক্তি ১,০০০০০ টাকা দিয়ে একটি বাইক কিনলো। বাইকের অবচয় ১০% ধরা হলে, এক বছর পরে ঐ বাইকের সমাপনী মূল্য দাঁড়াবে ৯০০০০টাকা (১০০০০০X১০%=১০০০০টাকা, আবার ১০০০০০-১০০০০=৯০০০০টাকা)। এক বছরে ঐ বাইকের অবচয় খরচ ১০,০০০টাকা।

 

Read More:

Leave a Comment