ক্রয় ফেরত জাবেদা | HSC Accounting

ক্রয় ফেরত জাবেদা আজকের ক্লাসের আলোচ্য বিষয়। “বিক্রয় জাবেদা [ Sale Journal ]” ক্লাসটি এইচএসসি’র একাউন্টিং (HSC Accounting) এর সিলেবাসের অংশ। এইচএসসি’র একাউন্টিং (HSC Accounting) বা একাদশ-দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান ১ম পত্র (Class 11-12 Accounting 1st Paper)” এর “২য় অধ্যায় (chapter 2)” এ পড়ানো হয়।

 

ক্রয় ফেরত জাবেদা

 

ক্রয় ফেরত জাবেদা (Purchases Return Journal): ধারে ক্রয়কৃত পণ্যদ্রব্য ফেরত সংক্রান্ত লেনদেনসমূহ যে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলা হয়। এরূপ জাবেদায় প্রযোজ্য কারবারি বাট্টা বাদ দিয়ে দেখাতে হয়। নির্দিষ্ট সময় পরপর ক্রয় ফেরত জাবেদা যোগ করে উক্ত সময়ের মোট ক্রয় ফেরত এর পরিমাণ নির্ণয় করা হয়। মোট ক্রয় ফেরতের জন্য সাধারণত খতিয়ানে বিবিধ পাওনাদারকে ডেবিট এবং ক্রয় ফেরতকে ক্রেডিট করা হয়।

 

ক্রয় ফেরত জাবেদা

 

উদাহরণঃ ২০১২ সালের জানুয়ারি মাসে রামিসা ট্রেডার্সের ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনসমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ

২০১২

জানুয়ারি-৩, গ্রিন এজেন্সি: ১০ কেজি চা প্রতি কেজি ১০০ টাকা করে। ডেবিট নোট-১০০।

জানুয়ারি-৬, রহমান ব্রাদার্স: চা-পাতির মান খারাপ হওয়ায় প্রতি কেজি ৯০ টাকা মূল্যের ৬ কেজি চা ফেরত দেয়া হলো। ডেবিট নোট ১০১

জানুয়ারি-৩০, স্টার এজেন্সি: পাউডার দুধ এর মান নিম্নমানের হওয়ায় ৫টিন পাউডার দুধ প্রতি টিন ১০০ টাকা মূল্যের দুধ ফেরত পাঠানো হলো। ডেবিট নোট-১০২ লেনদেনসমূহ ক্রয় ফেরত জাবেদায়

লিপিবদ্ধ কর।

সমাধানঃ ক্রয় জাবেদা

 

 

০১) ক্রয় ফেরত ২,০০০ টাকা এর জাবেদা কি হবে ? / ক্রয়কৃত পণ্য ফেরত জাবেদা?

  যদি কোন লেনদেনের ভিতর ক্রয় ফেরত কথা টি উল্লেখ থাকে তবে ধরে নিতে হবে যে পূর্বে কোন এক পণ্য ক্রয় করা হয়েছিল বাকিতে, সেই ক্রয়কৃত পণ্যের মাঝে ২,০০০ টাকার পণ্য ফেরত দেয়া হলো। বাকিতে কোন পণ্য ক্রয় করা হলে, ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পায় এবং প্রদেয় নামক দায় বৃদ্ধি পায় তাই এর   জাবেদা হয় , ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। এখন সেই সেই ক্রয়কৃত পণ্যের মাঝে ২,০০০ টাকার পণ্য ফেরত দেয়া হলে এক্ষেত্রে ক্রয় নামক ব্যয় হ্রাস পায় এবং প্রদেয় নামক দায়  হ্রাস পায় । তাই ০১) ক্রয় ফেরত ২,০০০ টাকা   এই লেনদেনের জাবেদা হবে>>>>
প্রদেয় হিসাব ডেবিট ২,০০০
ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ২,০০০
(ক্রয় ফেরত ডেবিট না ক্রেডিট? এর উত্তর হচ্ছে ক্রয় ফেরত সব সময় ক্রেডিট)
 ( ক্রয় ফেরতের আরেক নাম বহিঃ ফেরত)
—————————————————–
০২) পণ্য ফেরত দেওয়া হলো ৩,০০০ টাকা এর জাবেদা কর?
 পণ্য ফেরত দেয়া হলো এর মানে ক্রয় ফেরত দেয়া হলো। আর ক্রয় ফেরত দেয়া হলে এর জাবেদা হয় >>>>
প্রদেয় হিসাব ডেবিট ৩,০০০
ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ৩,০০০
—————————————————–
০৩) বহিঃ ফেরত ১,০০০ টাকা । এর জাবেদা কি হবে?
 ( ক্রয় ফেরতের আরেক নাম বহিঃ ফেরত)
আর ক্রয় ফেরত দেয়া হলে এর জাবেদা হয় >>>>
প্রদেয় হিসাব ডেবিট ১,০০০
বহিঃ ফেরত হিসাব ক্রেডিট ১,০০০

ক্রয় ফেরত জাবেদা নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment