মুনাফা এর ধারণা বা “দশম অধ্যায় (chapter 10)” আজকের ক্লাসের আলোচ্য বিষয়। মুনাফা [ Profit ] ক্লাসটি এইচএসসি’র একাউন্টিং (HSC Accounting) এর সিলেবাসের অংশ। এইচএসসি’র একাউন্টিং (HSC Accounting) বা একাদশ-দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান ২য় পত্র (Class 11-12 Accounting 2nd Paper)” এর “দশম অধ্যায় (chapter 10)” এ পড়ানো হয়। এইচএসসি’র একাউন্টিং (HSC Accounting) এর সকল অধ্যায়ের ক্লাস পেতে যুক্ত থাকুন “ফাইনান্স, ব্যাংকিং, ইনস্যুরেন্স গুরুকুল [ GOLN ]” এর সাথে।
মুনাফা এর ধারণা
মুনাফা I= আসল X মুনাফার হার X সময়= Pnr
এখানে, p= আসল
n=সময়
r= মুনাফার হার
মুনাফা-আসল বা সুদ আসল বলতে কোন নির্দিষ্ট সময়ে কোন মূলধনে প্রাপ্ত সুদ ও মূলধন/আসলের যোগফলকে বোঝায়।

চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। তাই মুনাফা প্রতি বছর তার আগের বছরের থেকে বৃদ্ধি পায়। প্রথম বছরের আসল ও মুনাফা দুটোর উপর উপর একসাথে দ্বিতীয় বছরের মুনাফা হবে।
n বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন, �=�(1+�)�
- সরল সুদের হার শতকরা কত টাকা হলে যেকোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিন গুণ হবে?
সমাধান: যদি সুদাসলে নির্দিষ্ট সময়ে n গুণ হয় তাহলে সুদের হার= (−১)/সময়∗১০০
তাহলে, সুদের হার= (৩-১)/(৮ X ১০০)
= ২/৮০০ = ০.০০২৫ = ০.২৫%
- শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছরে যত সুদ হয়, বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে?
সমাধান: এখানে, সুদের হার r = ৬% = ০.০৬
আসল P = ৯৫০ টাকা
সময় n= ৮ বছর
সুতরাং সুদ=?
সুদ I= Prn = ৯৫০ X ৮ x ০.০৬ = ৪৫৬ টাকা
যদি সুদ= ৪৫৬ টাকা, সুদের হার= ৭.৫% = ০.০৭৫, সময় = ১৯ বছর, সুতরাং আসল?
আসল P= I/rn = ৪৫৬/ (০.০৭৫ X ১৯) = ৩২০ টাকা।
- একটি গরু ৪৫০ টাকায় বিক্রয় করায় তার ক্রয়মূল্যের ১/৮ অংশ লাভ হলো। গরুটির ক্রয়মূল্য কত?
সমাধান: বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + ক্রয়মূল্যের ১/৮ অংশ
= ১+ ১/৮ অংশ = ৯/৮ অংশ
প্রশ্নমতে, ক্রয়মূল্যের ৯/৮ অংশ= ৪৫০
বা, ক্রয়মূল্য = (৪৫০/৯) x ৮ = ৪০০ টাকা
- এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
সমাধান:
আমরা জানি, চক্রবৃদ্ধি সুদাসল �=�(1+�)�
এখানে, P= ৬০০ টাকা
r= ১০% = ০.১
n= ২ বছর
C= ৬০০ (১+০.১)^২
= ৭২৬ টাকা।

