হিসাববিজ্ঞানের আওতা আজকের ক্লাসের আলোচনার বিষয়। হিসাববিজ্ঞানের আওতা [Scope of Accounting] ক্লাসটি পলিটেকনিক [Polytechnic] এর একাউন্টিং থিউরি এন্ড প্র্যাকটিস ৬৫৮৫১ [ Accounting Theory & Practice, 65851 ] বিষয়ের, ৪র্থ অধ্যায়ের [Chapter 4] অংশ।
হিসাববিজ্ঞান
যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ( profit/ loss ) এবং আর্থিক অবস্থা (asset/ liability) সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয়, তাকে হিসাববিজ্ঞান বলা হয়।
একটি নির্দিষ্ট সময়ে, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, আয়, ব্যয়, দায়, সম্পত্তি সংক্রান্ত একই ধরনের লেনদেনগুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসরণ করে উপযুক্ত শিরোনামের অধীনে সংক্ষিপ্ত এবং শ্রেণিবদ্ধ বিবরণী আকারে লিপিবদ্ধ করাকে বলা হয় হিসাব।
হিসাববিজ্ঞান হল এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির যাবতীয় আর্থিক কার্যক্রমকে ( আয়, ব্যয়, ক্রয়, বিক্রয়, পরিশোধ, পাওনা ইত্যাদি) হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলির ফলাফল জানা যায়।

হিসাববিজ্ঞানের আওতা
হিসাববিজ্ঞানের আওতা বা পরিধিকে স্বাভাবিকভাবে সীমিত মনে হলেও এর আওতা বা পরিধি ব্যাপক। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো :
১. ব্যক্তিগত ও পারিবারিক জীবনে : একটি মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনের প্রতিটি ক্ষেত্রে হিসাববিজ্ঞানের বিভিন্ন উপাদান উপস্থিত।
২. ব্যবসায়ী প্রতিষ্ঠানে : প্রতিটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফার্জন ও বৃদ্ধিকরণ। মুনাফা বাড়লে সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায় এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সংরক্ষণের জন্য হিসাববিজ্ঞান অনস্বীকার্য।
৩. অব্যবসায়ী প্রতিষ্ঠানে : যেসব প্রতিষ্ঠান মুনাফার উদ্দেশ্যে সৃষ্টি হয়নি সেসব প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনা রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংশোধনের বিষয়সমূহও হিসাববিজ্ঞানের আওতাভুক্ত।
৪. সরকারি প্রতিষ্ঠানে : সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয়, অফিস, আদালত, রাষ্ট্রীয় সংস্থা, ইত্যাদির আয় ব্যয় নির্ণয় সঠিকভাবে দক্ষ পরিচালনা করা ও সঠিক হিসাবরক্ষণ কাজ পরিচালনা হিসাববিজ্ঞানের আওতাভুক্ত।
৫. পেশাজীবীদের ক্ষেত্রে : ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল ইত্যাদি পেশাদার ব্যক্তিরা যথেষ্ট উপার্জন করে। এদের আয়ের উপর আয়কর ধার্য করা ও হিসাববিজ্ঞানের- আওতাভুক্ত।

হিসাববিজ্ঞানের আওতা নিয়ে বিস্তারিত ঃ
