রেওয়ামিল প্রস্তুত করার পদ্ধতি | রেওয়ামিল, নির্দিষ্ট হিসাবকাল শেষে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরগুলো যোগফলের মাধ্যমে যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরগুলোর যোগফল যদি সমান হয়, তবে হিসাবের গাণিতিক শুদ্ধতা অনেকটাই নিশ্চিত হওয়া যায়। রেওয়ামিল তৈরির ফলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি চূড়ান্ত হিসাব প্রস্তুত প্রক্রিয়া অনেকটাই সহজ হয়। রেওয়ামিল হিসাব চক্রের তৃতীয় ধাপ ।
Table of Contents
রেওয়ামিল প্রস্তুত করার পদ্ধতি | রেওয়ামিল | অ্যাকাউন্টিং থিউরি

চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের প্রয়োজন হয়। একটি আলাদা কাগজে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরগুলো লিখলে যোগফল যদি সমান হয়, তবে হিসাবের গাণিতিক শুদ্ধতা অনেকটাই নিশ্চিত হওয়া যায়। এ আলাদা কাগজে খতিয়ানের জেরগুলো দিয়ে যে বিবরণী তৈরি করা হয়, তাই রেওয়ামিল এবং এটি হিসাব চক্রের তৃতীয় ধাপ। রেওয়ামিল তৈরির ফলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি চূড়ান্ত হিসাব প্রস্তুত প্রক্রিয়া অনেকটাই সহজ হয়। তবে রেওয়ামিল হিসাবের অপরিহার্য অঙ্গ নয়। রেওয়ামিল ছাড়াও খতিয়ানের জের হতে সরাসরি চূড়ান্ত হিসাব প্রস্তুত সম্ভব।
রেওয়ামিল প্রস্তুত
রেওয়ামিল-প্রস্তুত করার তিনটি পদ্ধতি রয়েছে। এ তিনটি পদ্ধতির যে কোনো পদ্ধতিতে রেওয়ামিল-প্রস্তুত করা যায়। নিম্নে আলচণা করা হল:
(১) উদ্বৃত্তের রেওয়ামিল (Balance of Trial Balance) :
এ পদ্ধতিতে খতিয়ানের বিভিন্ন উদ্বৃত্ত নিয়ে রেওয়ামিল-প্রস্তুত করা হয়। হিসাবগুলোর ডেবিট উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্ত রেওয়ামিলের ক্রেডিট দিকে টাকার ঘরে লিখে যোগ করা হয়। এ পদ্ধতিতে রেওয়ামিল তৈরি করা খুবই সহজ। তাছাড়া এটি সবচাইতে জনপ্রিয় ও প্রচলিত রেওয়ামিল প্রস্তুত করার পদ্ধতি
(২) মোট যোগফলের বা মোট অংকের রেওয়ামিল (Total Trial Balance) :
এ পদ্ধতিতে হিসাবের উদ্বৃত্ত না বসায়ে “ডেবিট ও ক্রেডিট উভয় দিকের যোগফল যথাক্রমে ডেবিট ও ক্রেডিট ঘরে বসানো হয়। এর অপর নাম মোট রেওয়ামিল |

(৩) মোট যোগফল ও উদ্বৃত্তের রেওয়ামিল (Total Sum Balance of Trial Balance) :
এ পদ্ধতিতে খতিয়ানের প্রতিটি হিসাবের উভয় দিকের যোগফল এবং উদ্বৃত্ত এক সাথে পাশাপাশি লিপিবদ্ধ করে রেওয়ামিল-প্রস্তুত করা হয়। আসলে এ পদ্ধতিটি উদ্বৃত্তের রেওয়ামিল এবং মোট যোগফলের রেওয়ামিলের একটি সংমিশ্রণ মাত্র। এটিকে মিশ্র রেওয়ামিল বলা যেতে পারে।
