রেওয়ামিলের উদ্দেশ্য | রেওয়ামিল, নির্দিষ্ট হিসাবকাল শেষে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরগুলো যোগফলের মাধ্যমে যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরগুলোর যোগফল যদি সমান হয়, তবে হিসাবের গাণিতিক শুদ্ধতা অনেকটাই নিশ্চিত হওয়া যায়। রেওয়ামিল তৈরির ফলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি চূড়ান্ত হিসাব প্রস্তুত প্রক্রিয়া অনেকটাই সহজ হয়। রেওয়ামিল হিসাব চক্রের তৃতীয় ধাপ ।
Table of Contents
রেওয়ামিলের উদ্দেশ্য | রেওয়ামিল | অ্যাকাউন্টিং থিউরি

রেওয়ামিল হিসাবের অংশ নয় এবং অপরিহার্য ও নয়। তবুও প্রতিটি বড় কারবারি প্রতিষ্ঠানের রেওয়ামিল তৈরি করা হয়।
রেওয়ামিল তৈরির উদ্দেশ্য আলোচনা করা হলো :
(১) হিসাবের গাণিতিক-শুদ্ধতা যাচাই :
জাবেদা ও খতিয়ানের লেনদেনসমূহ সঠিকভাবে লিপিবদ্ধ হলো কিনা এবং তার গাণিতিক-শুদ্ধতা যাচাই করার প্রধান উদ্দেশ্য নিয়ে রেওয়ামিল তৈরি করা হয়।
(২) চূড়ান্ত হিসাব তৈরি :
চূড়ান্ত হিসাব তথা ক্রয়-বিক্রয়, লাভ-লোকসান ও উদ্বৃত্তপত্র প্রস্তুতের পূর্বে রেওয়ামিল তৈরি করলে . চূড়ান্ত হিসাব প্রণয়ন সহজ হয়।
(৩) দু’তরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ :
দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট দিকসমূহ লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করাও রেওয়ামিলের উদ্দেশ্য।
(৪) ভুল নির্ণয় :
রেওয়ামিল তৈরি করলে হিসাবের বিভিন্ন ভুল ধরা পড়ে এবং সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
(৫) আর্থিক অবস্থা নির্ণয় :
রেওয়ামিলে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট সকল হিসাবের ব্যালেন্স পাওয়া যায়। তাই চূড়ান্ত হিসাব তৈরির পূর্বেই ব্যবসায়ী রেওয়ামিল দেখে তার আর্থিক অবস্থা সম্বন্ধে ধারণা নিতে পারে।
(৬) শ্রম ও সময়ের অপচয় হ্রাস :
রেওয়ামিল তৈরির মাধ্যমে হিসাবের গাণিতিক-শুদ্ধতা যাচাই করা যায়। তাই চূড়ান্ত হিসাবে কোনো ভুল হলে জাবেদা ও খতিয়ানে খুঁজতে হয় না, হিসাব খুললেই চলে। এতে সময়ের অপচয় রোধ হয়।

(৭) লেনদেনের সঠিকতা যাচাই :
জাবেদা ও খতিয়ান হিসাবে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হচ্ছে কিনা তা যাচাই করা সম্ভবপর হয় রেওয়ামিলের তৈরির মাধ্যমে।
(৮) নিয়ন্ত্রণ :
হিসাব বিভাগের উপর ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যও রেওয়ামিল তৈরি করা হয়। বড় কারবারে প্রতি মাসেই রেওয়ামিল তৈরি করা হয়। এতে হিসাব ও আর্থিক ব্যবস্থাপনায় সাবলিলতা আসে এবং হিসাব বিভাগের উপর ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
