উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং থিউরি

উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান, হিসাববিজ্ঞানের একটি অন্যতম শাখা হলো উৎপাদন ব্যয় হিসাব। কোনো পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাঁচামাল, শ্রম, বিক্রয়- ও বণ্টনের সমুদয় ব্যয় নিরূপণ করার ধারাবাহিক কার্যক্রমকে উৎপাদন ব্যয় হিসাব বলা হয়। উৎপাদন ব্যয় হিসাব উৎপাদন প্রতিষ্ঠানের ব্যয় নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ, মূল্য নিরূপণ ও ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, ফলে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যকে সুষ্ঠু, সুন্দর ও পরিকল্পনা অনুসারে পরিচালনা করা সম্ভব হয়। উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা নিম্নে প্রদত্ত হলো :

উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং-থিউরি

 

উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং থিউরি

 

(১) এরিক এল.কোহলার-এর মতে, “উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান হল হিসাববিজ্ঞানের সেই শাখা যা বর্তমান ও ভবিষ্যতের ব্যয়সমূহের শ্রেণিবিন্যাস, সংক্ষিপ্তকরণ এবং প্রতিবেদন পেশকরণ নিয়ে আলোচনা করে।”

(২) অধ্যাপক এম.এ.মণ্ডলের মতে, “যে হিসাব পদ্ধতিতে উৎপাদন খরচ শ্রেণি ভিত্তিতে লিপিবদ্ধ করা হয় ও সঠিকভাবে বণ্টন করা হয় এবং তা হতে উৎপাদন ব্যয় নির্ণয় করা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ ও নির্দেশের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করা হয়, তাকে উৎপাদন ব্যয় হিসাব বলে।” 

(৩) ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব ইংল্যান্ড-এর মতে, “উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান হলো ব্যয় নিরূপণের কলা-কৌশল ও প্রক্রিয়া।”

(৪) অধ্যাপক ওয়েলডনের মতে, “যে হিসাব পদ্ধতিতে উৎপাদিত পণ্যের বা কোনো সেবার ব্যয় নির্ধারণের ব্যয়সমূহের সঠিক লিপিবদ্ধকরণ, বিশ্লেষণ ও ব্যয় বণ্টনসহ ব্যবস্থাপকের নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য লক্ষ্যে সরবরাহ করে থাকে, তাকে উৎপাদন ব্যয় হিসাব বলে।” 

 

উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং থিউরি

 

পরিশেষে উপরিউক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, উৎপাদন ব্যয় হিসাব হলো উৎপাদন ব্যয় নিরূপণ, ব্যয় নিয়ন্ত্রণ এবং পূর্ব নির্ধানিত ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের তুলনাকরণ প্রক্রিয়া |

Leave a Comment