উৎপাদন ব্যয় হিসাব ও আর্থিক হিসাববিজ্ঞান | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং থিউরি

উৎপাদন ব্যয় হিসাব ও আর্থিক হিসাববিজ্ঞান | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান,  হিসাববিজ্ঞানের একটি অন্যতম শাখা হলো আর্থিক-হিসাববিজ্ঞান। হিসাববিজ্ঞানের যে শাখায় হিসাববিজ্ঞানের রীতি ও নীতি অনুসারে প্রতিষ্ঠানের লেনদেনসমূহ লিপিবদ্ধ করে হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের অর্জিত লাভ-ক্ষতি নির্ধারণ, দায় ও সম্পত্তি মূল্যায়নপূর্বক উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সামগ্রিক চিত্র প্রদর্শন করে, তাকে আর্থিক-হিসাববিজ্ঞান বলে।

হিসাববিজ্ঞানের একটি অন্যতম শাখা হলো উৎপাদন ব্যয়-হিসাব। কোনো পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাঁচামাল, শ্রম, বিক্রয়- ও বণ্টনের সমুদয় ব্যয় নিরূপণ করার ধারাবাহিক কার্যক্রমকে উৎপাদন ব্যয়-হিসাব বলা হয়। উৎপাদন ব্যয়-হিসাব উৎপাদন প্রতিষ্ঠানের ব্যয় নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ, মূল্য নিরূপণ ও ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, ফলে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যকে সুষ্ঠু, সুন্দর ও পরিকল্পনা অনুসারে পরিচালনা করা সম্ভব হয়।

উৎপাদন ব্যয় হিসাব ও আর্থিক হিসাববিজ্ঞান | উৎপাদন ব্যয় ও আর্থিক-হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং-থিউরি

 

উৎপাদন ব্যয় হিসাব ও আর্থিক হিসাববিজ্ঞান | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং থিউরি

 

(১) মূলনীতি (Principle) :

উৎপাদন ব্যয়-হিসাব ও আর্থিক-হিসাববিজ্ঞান উভয়ই হিসাববিজ্ঞানের মূলনীতি লেনদেনের দ্বৈতসত্তা অনুসরণ করে চলে। অর্থাৎ দু’তরফা দাখিলা পদ্ধতির উপর দু’ টো হিসাবই প্রতিষ্ঠিত হয়। 

(২) উদ্দেশ্য (Object) :

উৎপাদন ব্যয়-হিসাব এবং আর্থিক-হিসাববিজ্ঞান উভয়ের সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে নির্ভরযোগ্য সূত্র হতে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য ও উপাত্ত সংগ্রহ করে সঠিক ও নির্ভুল অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে কাজ করে থাকে।

 

(৩) ব্যয় নির্ধারণ :

উৎপাদন ব্যয়-হিসাববিজ্ঞান ও আর্থিক-হিসাববিজ্ঞান উভয়ই কারবার প্রতিষ্ঠানের সঠিক ব্যয় নির্ধারণ করে থাকে।

(৪) ব্যয় সংকোচ ও ভুল-ভ্রান্তির প্রতিকার :

উৎপাদন ব্যয়-হিসাব ও আর্থিক-হিসাববিজ্ঞান উভয়ই ব্যয় সংকোচ, ভুল-ভ্রান্তি উদ্ঘাটন ও এর প্রতিকারের ব্যবস্থার মাধ্যমে অলাভজনক খাত বন্ধ করে লাভজনক খাতে বিনিয়োগের সুবিধা প্রদান করে।

 

উৎপাদন ব্যয় হিসাব ও আর্থিক হিসাববিজ্ঞান | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং থিউরি

 

(৫) পারস্পরিক নির্ভরশীলতা :

যেকোনো প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন বা সেবা প্রদানে উৎপাদন ব্যয়-হিসাব যেমন অপরিহার্য, তেমন আর্থিক হিসাব ছাড়াও এর চূড়ান্ত ফলাফল নির্ণয় করা যায় না। সুতরাং বলা যায়, উভয়ই পরস্পর ঘনিষ্ট সম্পর্কযুক্ত এবং একটি অপরটির অবিচ্ছেদ্য অংশ।

Leave a Comment