করদাতার শ্রেণিবিভাগ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “অ্যাকাউন্টিং থিউরি” বিষয়ের “আয়কর” বিভাগের একটি পাঠ। আয়কর, ১৯৮৪ সনের আয়কর অধ্যাদেশের ২(৪৬) ধারায় ব্যক্তি কথাটির অর্থ সাধারণ অর্থের চেয়ে অনেক বেশি ব্যাপক। উক্ত আইনে করদাতাকে নিম্নলিখিত সাতটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে :
Table of Contents
করদাতার শ্রেণিবিভাগ

(১) একক ব্যক্তি (Individual) :
এটি একক কোন ব্যক্তি বা লোক বা সংস্থাকে বুঝায়। আয়বিহীন বা উপার্জনবিহীন কোন একক ব্যক্তিকে এ অধ্যাদেশের উদ্দেশ্যে ব্যক্তি বলা যায় না। সুতরাং, যে সব একক লোক পেশা, বৃত্তি, ব্যবসায় বা আয়ের বিভিন্ন খাত হতে প্রাপ্ত আয় বা মুনাফার জন্য করদাতা হিসাবে গণ্য হয় তারাই এখানে একক ব্যক্তি। বিশেষ কোন আইন দ্বারা গঠিত সংস্থাকে ব্যক্তি ধরা হয় এবং এর কর নির্ধারণ একক ব্যাক্তির অনুরূপই হবে।.
(২) অংশীদারি কারবার (Partnership Firm) :
আয়কর অধ্যাদেশের ২(৩২) ও ২ (৪৪) ধারায় অংশীদারি কারবার বলতে অংশীদারি আইন, ১৯৩২ এর মধ্যে বর্ণিত অংশীদারি প্রতিষ্ঠানকেই বুঝানো হয়েছে। উক্ত আইনের ৪ দ্বারায় বলা হয়েছে, “সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি কারবার বলে।”
(৩) অবিভক্ত হিন্দু পরিবার (Hindu Undivided Family ) :
হিন্দু আইন অনুযায়ী পরিচালিত অবিভক্ত হিন্দু পরিবার এ শ্রেণির অন্তর্ভুক্ত। অবিভক্ত হিন্দু পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি পরিবারিক আয়, তহবিল, পূজা পাঠন সবই পরিবারিক সকল সদস্যের জন্য একটি সাধারণ স্বার্থে উন্মুক্ত এবং যৌথ। সুতরাং উক্ত পরিবারের অর্জিত যে কোন আয় বা সম্পত্তি সকল সদস্যদের আয় বা সম্পত্তি হিসাবে বিবেচিত।
(৪) ব্যক্তি সংঘ (Association of Persons ) :
সমিতিবদ্ধ বা সমিতি বহির্ভূত দুই বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে আয় বা মুনাফা অর্জনের সাধারণ উদ্দেশ্যে গঠিত কোন সংঘ বা সমিতিকে ব্যক্তিসংঘ বলা হয়। যেমন-সমবায় সমিতি, ক্লাব, বণিক সংঘ ইত্যাদি ।
(৫) স্থানীয় কর্তৃপক্ষ (Local Autohority) :
স্থানীয় কর্তৃপক্ষ বলতে স্থানীয় প্রশাসনকে বুঝায়। অর্থাৎ জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা উন্নয়ন কর্তৃপক্ষ এবং অনুরূপ কর্তৃপক্ষকে বুঝায়। এ সকল কর্তৃপক্ষ সাধারণত জনকল্যাণমূলক ও জনহিতকর উদ্দেশ্যে গঠিত এবং শহর, নগর, জেলার উন্নয়ন, নিয়ন্ত্রণ ও প্রশাসনিক তৎপরতায় নিয়োজিত।
(৬) কোম্পানি (Company) :
আয়কর অধ্যাদেশের ২(২০) ধারা অনুযায়ী কোম্পানি বলতে কোম্পানি আইন ১৯১৩ বা কোম্পানি আইন ১৯৯৪ এর বিধানমতে গঠিত কোম্পানিকে বুঝায় এবং উক্ত অধ্যাদেশে নিম্নলিখিত সংস্থাকেও কোম্পানি হিসাবে অন্তর্ভুক্ত করে :
(ক) বিধিবদ্ধ আইন দ্বারা স্থাপিত বা বর্তমানে বলবৎ যে কোন আইনের অধীনে গঠিত সংস্থা।
(খ) রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা অপরাপর আর্থিক প্রতিষ্ঠান, বীমা সংস্থা।
(গ) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ঘোষিত বিবেচ্য সংস্থা।

(৭) বিধিবদ্ধ কৃত্রিম ব্যক্তি সত্ত্বা (Aritificial Juridical Person) :
এটা স্বাভাবিক করদাতা ব্যক্তি নয়। কোন আইনের মাধ্যমে কাকেও করদাতা ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলে এ জাতীয় কৃত্রিম ব্যক্তিসত্ত্বার উদ্ভব হয়।
