আয়করের উদ্দেশ্য

আয়করের উদ্দেশ্য – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “অ্যাকাউন্টিং থিউরি” বিষয়ের “আয়কর” বিভাগের একটি পাঠ। আয়কর, দেশ রক্ষা, দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সরকার এই অর্থ যে সমস্ত উৎস হতে সংগ্রহ করে উহাদের মধ্যে আয়কর হলো অন্যতম উৎস। উপরোক্ত প্রয়োজন ছাড়াও আরো বিভিন্ন উদ্দেশ্যে আয়কর ধার্য প্রয়োজন হয়। সাধারণত নিম্নলিখিত উদ্দেশ্য সাধনের জন্য আয়কর ধার্য করা হয়ে থাকে। 

আয়করের উদ্দেশ্য

 

আয়করের উদ্দেশ্য | আয়কর | অ্যাকাউন্টিং থিউরি

 

(১) রাজস্ব আদায় (Collection of Revenue) :

আয়কর ধার্যের প্রধান উদ্দেশ্য হলো রাজস্ব আদায় করা। সরকারের বিভিন্ন কার্যাবলি সম্পাদনের জন্য যে অর্থ প্রয়োজন হয় তা রাজস্ব আয়ের মাধ্যমে সংগ্রহ করে। আয়কর রাজস্ব আদায়ের একটি অন্যতম উৎস।

 

(২) আয়ের পুনর্বণ্টন (Redistribution of Income) :

দেশের সম্পদ এবং আয়ের সুষম বণ্টনের উদ্দেশ্যে আয়কর ধার্য করা হয়। ধনীদের উপর ক্রমবর্ধমান হারে আয়কর ধার্য করে ধনী-দরিদ্রের মধ্যে আয়ের বৈষম্য দূর করা হয়। যেমন- ধনীদের উপর ক্রমবর্ধমান হারে আয়কর ধার্যের যে অর্থ উপার্জিত হয় তা জনকল্যাণমূলক কাজে ব্যয় করে জাতীয় আয়ের পুনর্বণ্টনে বিশেষ ভূমিকা পালন করে।

 

(৩) অর্থনৈতিক উন্নয়ন (Economic Development) :

ন্নয়নশীল বা অনুন্নত দেশে আয়কর ধার্যের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। এই সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এই অর্থ সরকার আয়কর ধার্যের মাধ্যমে সংগ্রহ করে থাকে। 

 

(৪) সঞ্চয় বৃদ্ধি (Increase in savings) :

আয়কর ব্যবস্থার মাধ্যমে দেশের সঞ্চয় বৃদ্ধি পায়। বিনিয়োগ ভাতার সুযোগের মাধ্যমে জনসাধারণ অর্থ বিনিয়োগ করে থাকে। এই বিনিয়োগের জন্য জনসাধারণ সঞ্চয়ে আগ্রহী হয়।

 

(৫) পুঁজি বিনিয়োগ (Investment of Capital) :

দেশি বিদেশি পুঁজিপতিগণকে কর সংক্রান্ত নানা প্রকার সুযোগ-সুবিধা প্রদান করে পুঁজি বিনিয়োগে উৎসাহী করা হয়। যেমন- কর অবকাশ, অবচয় ভাতা, বিদেশি বিনিয়োগকারীগণ কর্তৃক মূলধন ও মুনাফার অংশ নিজ দেশে ফেরত দেওয়ার নিশ্চয়তা ইত্যাদি সুযোগ-সুবিধার মাধ্যমে দেশে পুঁজি বৃদ্ধি করা হয়ে থাকে।

 

(৬) নাগরিক সচেতনতা বৃদ্ধি (Increase in Public Awarness) :

আয়কর একটি প্রত্যক্ষ কর। এই করের ভার করদাতাগণ প্রত্যক্ষভাবে বহন করে থাকে। ফলে উক্ত অর্থ সরকার কোন কোন খাতে কিভাবে ব্যয় করছে সে ব্যাপারে সচেতন থাকে। ফলে তাদের নাগরিক দায়িত্ব কর্তব্য ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়।

 

আয়করের উদ্দেশ্য | আয়কর | অ্যাকাউন্টিং থিউরি

 

(৭) সামাজিক উন্নয়ন (Social Development) :

আয়কর ধার্যের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আর্থ-সামাজিক উন্নয়ন করা । আয়করের মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজ যেমন- শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা, যোগাযোগ ইত্যাদি উন্নয়ন ত্বরান্বিত করা যায়।

 

উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, রাজস্ব আদায় ছাড়াও দেশের সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি, জাতীয় রাজস্ব আয়ের পুনর্বণ্টন সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা আয়করের উদ্দেশ্য। বিশেষ করে বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের অর্থনীতিতে আয়করের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ ।

Leave a Comment