৩২ শতাংশ পোশাক কারখানায় এখনো হয়নি ঈদ বোনাস | সারা সপ্তাহের খবর

৩২ শতাংশ পোশাক কারখানায় এখনো হয়নি ঈদ বোনাস -এর খবর দিয়ে শুরু করছি ফিন্যান্স গুরুকুল এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

ডলারের ক্রেতা কমে গিয়েছে

ঈদের আগে প্রায় প্রতিবছর নগদ ডলারের দাম বেড়ে যায়। কারণ, ঈদের আগে ও পরে অনেকে দেশের বাইরে বেড়াতে যান। যার প্রভাব পড়ে ডলারের দামে। তবে এবারের ঈদে নগদ ডলারের দাম বাড়েনি। বরং সরবরাহ বেশি হওয়ায় দাম কিছুটা কমে গেছে। রাজধানীর মতিঝিল ও গুলশানের মানি চেঞ্জার ও খোলাবাজারের ডলার বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। ডলার বিক্রেতারা বলছেন, এবারের ঈদে বিদেশ থেকে অনেক প্রবাসী দেশে এসেছেন। দেশে আসার সময় সবাই কমবেশি ডলার ও বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে এসেছেন, যা তাঁরা দেশে আসার পর বিক্রি করে দেন। ফলে ডলারের সরবরাহ ভালো। সে তুলনায় চাহিদা কম। আগের চেয়ে এবার কম মানুষ নগদ ডলার কিনছেন।

৩২ শতাংশ পোশাক কারখানায় এখনো হয়নি ঈদ বোনাস  

 

৩২ শতাংশ পোশাক কারখানায় এখনো হয়নি ঈদ বোনাস | সারা সপ্তাহের খবর

 

আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সাত শিল্পাঞ্চলের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের ২ হাজার ৩৩১ কারখানার মধ্যে ৩২ দশমিক ২৬ শতাংশ বা ৭৫২টি ১৯ এপ্রিল বুধবার পর্যন্ত শ্রমিকদের ঈদ বোনাস দেয়নি। এমনকি ১০১ পোশাক কারখানা এখনো শ্রমিকদের মার্চ মাসের বেতনও দেয়নি।

বিশ্বব্যাংকের সঙ্গে ১২৫ কোটি ডলারের চুক্তি 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন যাচ্ছেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আগামী ১ মে সংস্থার ওয়াশিংটন সদর দপ্তরে এই অনুষ্ঠান হবে। এই সফরে বিশ্বব্যাংকের সঙ্গে একাধিক প্রকল্পে অন্তত ১২৫ কোটি ডলারের ঋণসহায়তার চুক্তি হতে পারে। বর্তমান বাজারদরে এর পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

৩৬১ কোটি টাকা ফেরত পেয়েছেন ১৩ ই–কমার্সের গ্রাহকেরা

ই–কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হওয়া গ্রাহকেরা নিজেদের পাওনা টাকা ফেরত পাচ্ছেন। তবে ফেরত পাওয়ার প্রক্রিয়া একটু ধীরগতির। মোট ২৭টি ই–কমার্স প্রতিষ্ঠানের কাছে গ্রাহকেরা পান ৫২৫ কোটি টাকা। এখন পর্যন্ত ১৩টি ই–কমার্স প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের ৩৬১ কোটি টাকা ফেরত দিয়েছে। এখনো ১৬৪ কোটি টাকা ফেরত পাননি গ্রাহকেরা।

 

অ্যাকাউন্টিং থিউরি এন্ড প্র্যাকটিস সূচিপত্র
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

যুক্তরাষ্ট্রে তিন আর্থিক প্রতিষ্ঠানে আমানত কমেছে, খুঁজছেন বেশি সুদ

যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটের ফলে ব্যাংক থেকে অর্থ তোলার হার বেড়েছে। বছরের প্রথম প্রান্তিকে দেখা গেছে, দেশটির তিনটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত তুলে গ্রাহকেরা তা এমন প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন, যেখানে বেশি হারে সুদ পাওয়া যায়। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্টেট স্ট্রিট করপোরেশন এবং এমঅ্যান্ডটি ব্যাংক করপোরেশন—এই দুটি ব্যাংকের আমানত জানুয়ারি-মার্চ সময়ে ৩ শতাংশ কমেছে। চার্লস শোয়াব করপোরেশনের আমানত কমেছে ১১ শতাংশ।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঋণ শোধ হবে চীনা মুদ্রায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করবে বাংলাদেশ। এ ব্যাপারে ঢাকা ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে বলে সোমবার বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা পরমাণু শক্তি কমিশন। প্রকল্পটিতে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। এতে খরচ হচ্ছে প্রায় ১ হাজার ২৬৫ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় ১ লাখ ৩২ হাজার ৮২৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৫ টাকা হিসাবে)। এই প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত।

নেদারল্যান্ডসের অর্থনীতির জন্য হুমকি চীন

 

৩২ শতাংশ পোশাক কারখানায় এখনো হয়নি ঈদ বোনাস | সারা সপ্তাহের খবর

 

নেদারল্যান্ডসের গোয়েন্দা সংস্থা বলেছে যে ডাচ অর্থনীতির নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হলো চীন। ১৭ এপ্রিল সোমবার প্রকাশিত তাদের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে প্রতিষ্ঠানটি এ কথা বলেছে। যেসব হুমকি তারা চিহ্নিত করেছে, তার মধ্যে রয়েছে বাণিজ্যিক গোয়েন্দাগিরি ও ছদ্মবেশী বিনিয়োগ। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম বড় হুমকি হলো রাশিয়া। 

জুনের ৫ তারিখেই খেলাপি হতে পারে যুক্তরাষ্ট্র সরকার

নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রকে জাতীয় ঋণের সীমা বৃদ্ধি করতে হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্ভাবনা আছে, স্বল্প মেয়াদের জন্য দেশটিকে ঋণের সীমা বৃদ্ধি করতে হবে। গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকদের উদ্ধৃত করে রয়টার্সের সংবাদে বলা হয়েছে, চলতি এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে রাজস্ব আদায় কম হওয়ায় ‘এক্স-ডেট’ আসন্ন। অর্থাৎ, সেই সময় আর খুব বেশি দূরে নয়, যখন সরকারের পক্ষে সব বিল পরিশোধ করা সম্ভব হবে না। জুন মাসের প্রথম সপ্তাহেই সেই পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ, জুনের আগে ঋণসীমা বৃদ্ধির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারলে মার্কিন সরকার খেলাপি হয়ে যেতে পারে। তাই আরও ঋণ নিয়ে সরকারের কার্যক্রম চালাতে হবে।

আরও পড়ুনঃ

Leave a Comment